সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম তৈমুর খান বাদশাই এর ১৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের খতমে কোরআন, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনব্যাপী এই কর্মসূচিতে অংশ গ্রহণ করেন সিলেট জেলা ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
বিকেলে মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন সিলেট জেলা বিএনপির সাভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। এসময় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এসময় উপস্থিত ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান, জালাল খান, জাকারিয়া খান, মনিরুল ইসলাম তুরন, সাহেদুল ইসলাম বাচ্ছু, মাহবুব আলম, সোহেল ইবনে রাজা, বখতিয়ার খান এমরান, সাহেদ খান স্বপন, শামছুর রহমান শামীম, সামছুর রহমান সুজা, রায়হানুল হক, আব্দুল বাছিত প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২