নবীগঞ্জ উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক ২০২৩ এ প্রাথমিক বিদ্যালয় (এসএমসি) স্কুল ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর এলাকার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি উত্তম কুমার পাল হিমেল।
নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪ সেপ্টেম্ব বুধবার এ ঘোষণা দেয়া হয়।
নবীগঞ্জ উপজেলার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির দীর্ঘদিন যাবত সততা ও দক্ষতার সাথে সভাপতির দায়িত্ব পালন করছেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল। শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে উপজেলা শ্রেষ্ট সভাপতি নির্বাচিত করা হলো।
উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়ে সাংবাদিক হিমেল আগামীদিনে সকলের সহযোগীতা কামনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৭