আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য আরশ আলীকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। ছদ্মবেশ ধারণ করে গতকাল শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরশ আলী (৪০) উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের নবীনগর এলাকার গেদা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ৮টি মামলা আদালতে বিচারাধীন ও তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ জানায়, পুলিশের কয়েকজন সদস্য ছদ্মবেশ ধারণ করে আরশ আলীকে তার বাড়ির পাশ থেকে গ্রেফতার করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ চৌধুরী জানান, গ্রেফতারকৃত ডাকাত আরশ আলীর নামে বিভিন্ন থানায় ৮ টি মামলা রয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে তাকে গ্রেফতার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।

সিলেটভিউ২৪ডটকম/সামিউল/আরআই-কে