‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের আয়োজনে বৃহস্পতিবার থেকে সিলেটে শুরু হচ্ছে ২ দিনব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব।

 


জেলা শিল্পকলা একাডেমির তথ্যসূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকাল ৪টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম সংলগ্ন মুক্তমে এই উৎসবের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

 

২ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে পরিবেশিত হবে বাউলগান, লোকগান, লোকনৃত্য, মণিপুরী নৃত্য, খাসিয়া নৃত্য, কাঠি নৃত্য, ঝুমুর নৃত্য, পুঁথি পাঠ, আবৃত্তি ও ধামাইল।

 

বৃহস্পতি ও শুক্রবার প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত সড়ে ৯টা পর্যন্ত উৎসবটি চলবে।  অনুষ্ঠিতব্য ২ দিনব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবে সকলের আন্তরিক উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২