জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে (সাবেক নাম জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন) বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে আসা শিক্ষার্থীদের থাকা-খাওয়াসহ যাবতীয় সহযোগিতার উদ্যোগ গ্রহণ করেছে।

 



সোমবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি, ক্রয়ডনের সাবেক মেয়র, কাউন্সিলর শেরওয়ান চৌধুরী ও সাধারণ সম্পাদক আবুল হোসেইন বলেন, যুক্তরাজ্যে পড়তে আসা শিক্ষার্থীরা প্রথমে এসেই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমতাবস্থায় আমরা জকিগঞ্জের শিক্ষার্থীদের থাকা-খাওয়া সহ যাবতীয় সহযোগিতা করতে প্রস্তুতি নিয়েছি। জকিগঞ্জের শিক্ষার্থী কেউ যদি কোন সমস্যায় পড়েন তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশা আল্লাহ আমরা সমসাময়িক সকল ধরণের সহযোগিতার করে যাব। কারণ জকিগঞ্জ এসোসিয়েশন সব সময় মানুষের পাশে দাঁড়ায়। সেই ধারাবাহিকতা রক্ষায় এবারও এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

 

 

যেকোনো প্রয়োজনে কাউন্সিলর শেরওয়ান চৌধুরী ০৭৯৪৬৪৬৫৯৮০ ও সাধারণ সম্পাদক আবুল হোসেইন ০৭৫০৭৫৬৫৫৩৯ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মুন্না