উদ্বেগ-উৎকণ্ঠা আর ভোগান্তির সাড়ে ৭ ঘণ্টা পর সিলেটের অনেক জায়গায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হওয়ার খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মহানগরীসহ সিলেটের কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহের তথ্য পাওয়া যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে সিলেটের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।


এর আগে মঙ্গলবার বেলা ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিড ট্রিপ করে (বিপর্যয় ঘটে)। ফলে সিলেট, ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থান  বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। পুরো সিলেট বিভাগেও বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। 

 

সিলেটভিউ২৪ডটকম / ডালিম