সিলেটের দক্ষিণ সুরমায় ১ম ন্যাশনাল স্পোর্টিং ক্লাব মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে। 

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার লালাবাজার ইউনিয়নের আলীনগরস্হ ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়। 


ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ত্বোয়াজিদুল হক তুহিন। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আফরোজা আক্তার ফাতেমার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল বারী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক দীপাংকর দেব নাথ, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুর রহমান, ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের সভাপতি বাদশা মিয়া।

উপস্থিত ছিলেন ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের সহ সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,সহ সম্পাদক ফয়েজ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাজন আহমদ,অর্থ সম্পাদক ইমরান আহমদ,সহ অর্থ সম্পাদক কয়েছ আহমদ,দপ্তর সম্পাদক ইসলাম উদ্দিন, প্রচার সম্পাদক ফজলু মিয়া,সহ প্রচার সম্পাদক সালাম মিয়া, ইমন মিয়া ক্রীড়া সম্পাদক বদরুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও  বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। 

আলোচনা শেষে ১ম ন্যাশনাল স্পোর্টিং ক্লাব মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয় ও ক্লাবের পক্ষ থেকে পৃথক পৃথক পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ। 

উল্লেখ্য, ন্যাশনাল স্পোর্টিং ক্লাবের ব্যাবস্থাপনায় ও ইকরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সার্বিক তত্বাবধানে  ১ম ন্যাশনাল স্পোর্টিং ক্লাব মেধাবৃত্তি পরীক্ষায় এলাকার ৯টি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর