সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বিভিন্ন স্কুলের পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী কতৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে এই পাঠ্যপুস্তক উৎসব অগ্রনী ভুমিকা পালন করবে।

 


আজ পহেলা জানুয়ারি নগরীর বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সূযোগ্য কন্যা শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমে ২০০৯ সাল থেকে শিক্ষা মন্ত্রণালয় ও গনশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় পহেলা জানুয়ারি সারা বাংলাদেশের প্রতিটি স্কুলে নতুন বইয়ের সুঘ্রাণ তোমাদের মাঝে ছরিয়ে দিচ্ছেন।

 

এসময় তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষায় পিছিয়ে পড়া বাঙ্গালী জাতীকে স্বাধীনতা এনে দিয়েছিলেন এখন তার কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের শতভাগ শিক্ষিত করার লক্ষে নিরলস কাজ করে যাচ্ছেন। সেই লক্ষে আজ  সারা দেশে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার ৩৮১ জন শিক্ষার্থীদের মাঝে ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩০০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হবে।

 

তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে  আরও বলেন, এই সিলেট থেকে শিক্ষার মাধ্যমে অনেক বিশ্ববরেণ্য ব্যাক্তিবর্গ সারাবিশ্ব নিজেকে প্রতিষ্ঠিত করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ  আজাদ, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক স্পিকার হুমায়ুন রসিদ চৌধুরী, দেওয়ান ফরিদ গাজী, সুরঞ্জিত সেন গুপ্ত, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এই ব্যাক্তিরা প্রত্যেকে শিক্ষার মাধ্যমে নিজেকে আলোকিত করেছেন বিশ্বদরবারে। আমি চাই তোমরাও উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সারা বিশ্বে এই বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে তোমরাও একদিন উনাদের মতো অর্থমন্ত্রী হবে, পররাষ্ট্রমন্ত্রী হবে, স্পিকার হবে আমি আশাবাদী।

 

এসময় তিনি অবিভাবকদের উদ্দেশে বলেন, একটি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে লেখা পড়ার পাশাপাশি পারিবারিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে, তাই আপনার সন্তানকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক দেওয়ার অনুরোধ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের  ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও অবিভাবক বৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২