হযরত আবু দৌলত শাহজাকারিয়া (র.) মডেল মাদরাসা আনন্দঘন পরিবেশে নতুন বছরে ‘বই উৎসব’ উদযাপন করা হয়েছে।

 


রবিবার হযরত আবুদৌলত শাহজাকারিয়া (র.) মডেল মাদরাসার কনফারেন্স হলে ‘বই উৎসব’ উদযাপন করা হয়।

 

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা ফারুক আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন- লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি,  শিক্ষানুরাগী ও সমাজ সেবক  যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাদির সাহেব।

 

তিনি বলেন, নৈতিক মূল্যবোধ ও যোগ্যতার সমম্বয়ে সময় উপযোগী যোগ্য মানুষ গড়ে তোলার ক্ষেত্রে আবুদৌলত মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে।

 

শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, যোগ্যতার সর্বোচ্চ শিখরে আরোহন করতে এবং আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে নিজেকে টিকিয়ে রাখতে ব্যাপক পড়াশোনার মাধ্যমে মেধার লালন ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হবে। মফস্বল এলাকায় এ ধরণের নান্দনিক সুন্দর, শৈল্পিক স্থাপনা, মনোরম পরিবেশ এবং মাদ্রাসার সার্বিক অবকাঠামো দেখে পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান।

 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীর ফয়জুল হক ইকবাল, দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও মাদ্রাসার গভর্নিং বডিরসহ সভাপতি কামরুজ্জামান খান ফয়সল, ল্যান্ড মার্ক শপিং কমপ্লেক্সের ম্যানিজিং ডিরেক্টর ও মাদ্রাসার গভর্নিং বডির অন্যতম সদস্য বদরুল ইসলাম, মাদ্রাসার সহ সভাপতি ও আলমদিনা ফার্মেসীর সত্তাধিকারী আব্দুল মুহিত, সালিসি ব্যক্তিত্ব ও মাদ্রাসার গভর্নিং বডির অন্যতম সদস্য আমির আলি, লালাবাজার ইউনিয়ন পরিষদের ৭ং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম মনির, শিল্পপতি ও মাদ্রাসার অভিভাবক সদস্য আবুল হাসান বাবুল, দক্ষিণ সুরমা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইঞ্জিনিয়ার সুরমান আলি, শিক্ষানুরাগী ও সমাজ সেবক ও মাদ্রাসার অভিভাবক সদস্য বুলবুল আহমদ, মাদরাসার প্রিন্সিপাল আব্দুর রহমান সিদ্দিকী, সহকারী শিক্ষক আব্দুল কাদির,  জয়নাল আবদিন, জেরিনা বেগম ঝর্না, আব্দুল ওয়াদুদ, আবুল কালাম আযাদ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪