সিলেট জেলা প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সোজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ, নির্বাহী সদস্য মো.আনোয়ার হোসেন প্রমুখ।

শাবি প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি নাজমুল হুদা, সহ সভাপতি রাশেদুল হাসান, সাধারণ সম্পাদক আবদুল্লা আল মাসুদ, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র, কোষাধ্যাক্ষ হাসান নাঈম, দপ্তর সম্পাদক জুবায়েদুল হক রবিন, কার্য নির্বাহী সদস্য তানভীর হাসান, শাদমান শাবাব প্রমুখ।

সাক্ষাতকালে জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল শাবিতে কর্মরত সাংবাদিকদের উদ্দেশে বলেন, একটি সংগঠনের কর্মীদের আদর্শ ঠিক থাকলে সংগঠনের লক্ষ্য ও আদর্শের বিচ্যুতির সুযোগ নেই। শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময়ই আদর্শের দিক দিয়ে ঠিক ছিল। নীতি নৈতিকতার দিক দিয়েও তাদের কখনও বিচ্যুতি ঘটেনি।

‘ভবিষ্যতেও তারা তাদের সাংবাদিকতার আদর্শে বলীয়ান থেকে তাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি তারা ঐক্যবাদ্ধ ভাবে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করবে।’

জেলা প্রেসক্লাব শাবি প্রেসক্লাবের সঙ্গে সবসময় সুসম্পর্ক ছিল উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও এ সম্পর্ক আরো মজবুত হবে। আমরা সবসময় তাদের সঙ্গে আছি।

শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা বলেন, জেলা প্রেসক্লাবের সঙ্গে শাবি প্রেসক্লাবের অতীত সময় থেকেই ভালো সম্পর্ক রয়েছে। জেলা প্রেসক্লাবের সকলেই আমাদের গুণীজন। তারা সকলেই আমাদেরকে দিকনির্দেশনা ও গঠনমূলক পরামর্শ দিয়ে থাকেন।

ভবিষ্যতের সংকট ও সম্ভাবনার দিনগুলোতেও জেলা প্রেসক্লাবকে সবসময় পাশে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সিলেটভিউ২৪ডটকম/নোমান/আরআই-কে