বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।
বুধবার বাদ মাগরিব হযরত শাহজালাল (র) এর মাজার প্রাঙ্গনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পূর্ব সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের সংক্ষিপ্ত আলোচনা করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব)।
মোনাজাতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা মরহুম আরাফাত রহমানের আত্নার মাগফিরাত গুম হওয়া নেতা ইলিয়াস আলী দিনার জুনেদ আনসার আলী এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন, যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেল, আব্দুর রউফ, রুনু আহমেদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনির, আজিজ খান সজিব, আবুল কালাম শাহেদ। মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য- ফাহিম আহমেদ চৌধুরী, সৈয়দ আমীরুল হক সলিট, শফিকুল ইসলাম, মেহেদী হাসান সপু, সালেক আহমদ, বিমল দেব নাত, সামাদ হোসেন, হোসেন খান ইমাদ, সোহেল আহমদ, কাওছার হোসেন রকি, সুমন আহমদ, হেলাল আহমদ, এম এ হাসান সাগর, মামুনুর রশিদ, আছকর আলী, রিপন আহমদ, ছামছু আহমদ, রনি আহমদ, সামি আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭