জৈন্তাপুর উপজেলায় এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে।

 


বুধবার রাতে বর্ষপূর্তি উপলক্ষে জৈন্তাপুর প্রেসক্লাবে সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সূধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ।

 

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, বাহারুল আলম বাহার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আজিজুল হক খোকন, জৈন্তাপুর বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল।

 

১০ম বর্ষপূর্তী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান।

সভায় বক্তারা বলেন, এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তিতে মিডিয়া দেশ ও জাতির কল্যাণে আরও দায়িত্বশীল সাংবাদিকতায় বিশেষ ভূমিকা পালন করে যাবে।

বর্ষপূর্তিতে এশিয়ান টেলিভিশনের সকল সাংবাদিক সহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

আরও উপস্থিত ছিলেন- নিজপাট ইউপি সদস্য হুমায়ুন কবির খান, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য নাজমুল ইসলাম, সংবাদকর্মী সাইদুল ইসলাম ও মো: সাজউদ্দিন সাজু।

 

এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান বর্ষপূর্তির অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান এবং  প্রতিষ্ঠানে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ সিআইপি'র সুস্থ্যতা কামনা করেন। অনুষ্ঠানে ১০ম বর্ষপূর্তি উপলক্ষে কেক কেটে শুভ সূচনা করা হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/সাব্বির/এসডি-০৬