ছবি : পল্লব ভট্টাচার্য্য
পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন বলেছেন- শেখ হাসিনা সরকার ডিজিটাল বাংলাদেশ গঠন করেছিলেন বলেই আমরা ঘরে বসে ই-কমার্সের মাধ্যমে সব রকমের পণ্য কিনতে পারছি। এমনকি কুরবানির ঈদে গরুও অনলাইনে বিক্রি হয়েছে প্রচুর। এবং কম খরচে অনলাইনে কুরবানির পশু ক্রয় করা গেছে। আর ই-কমার্সে পণ্য বিক্রেতাদের একটি বড় অংশ নারী। করোনাকালীন সময়ে ঘরে বসে বিভিন্ন পণ্য বিক্রি করেছেন নারীরা। ই-কমার্সে ‘উই-ই’ নামে নারীদের প্লাটফর্ম রয়েছে। সেখানে ১ লক্ষ ৩৫ হাজার সদস্য রয়েছেন।
সিলেটে নারী উদ্যোক্তা মেলা পরিদর্শনে গিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মহানগরের জল্লারপারস্থ একটি অভিজাত হোটেলে ৩ দিনব্যাপী ‘নারী উদ্যোক্তা মেলা’ আয়োজন করা হয়। মেলায় সিলেটের উদ্যোক্তা নারীরা নিজেদের তৈরি পণ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রি করেন।
মেলার সমাপনী দিনে সিলেটের কৃতিসন্তান ড. এ কে আব্দুল মোমেনকে সংবর্ধনা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন- আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, সিলেটের নারী উদ্যোক্তাদের জন্য একটি নির্দিষ্ট জায়গা করে দেওয়া দরকার। যেখানে তারা বছরের বিভিন্ন সময় তাদের তৈরিকৃত পণ্য প্রদর্শন এবং বিক্রি করতে পারেন। এটি একটি উত্তম প্রস্তাব। এর দ্বারা এখানে আরও নারী উদ্যোক্তা তৈরি হবেন এবং নারীরা ব্যবসায় উৎসাহ পাবেন। আমরা সেই জায়গার ব্যবস্থা করবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব এনামুল হাবিব এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) কাউন্সিলর মো. আজাদুর রহমান আজাদ।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম