প্রীতি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে লালমনিরহাট সানরাইজ স্পোর্টিং ক্লাবের কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে গেছে সিলেট বিভাগের হবিগঞ্জের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। গতকাল শনিবার বিকেলে লালমনিরহাট সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধে কোনো দল গোলের মুখ দেখতে পায়নি। পরে টাইব্রেকারে লালমনিরহাট সানরাইজ স্পোর্টিং ক্লাব, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি থেকে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যায়।


এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, পৌর মেয়র রেজাউল করিম স্বপন ও সদর উপজেলার ভাইস-চেয়ারম্যান ও সানরাইজ স্পোর্টিং ক্লাবের জাভেদ হোসেন বক্করসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।

খেলা শেষে ব্যারিস্টার সুমন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই জেলার রূপ পাল্টে দিতে পারবে। এ জেলা অনেক সুন্দর, মনোরম।

উল্লেখ্য, ব্যারিস্টার সুমন তার ফেসবুক পেজে জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়নের কথা তুলে ধরেন।

খেলায় হেরে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘খেলায় হার-জিত থাকবেই। এতে দুঃখ পাওয়ার কিছু নেই।’

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে