শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভ মিছিলটি অর্জুনতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে গোলচত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভে মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে অংশ নেন।
গত দুইদিন আগে শাবি কর্তৃপক্ষ স্নাতক প্রথম বর্ষের ভর্তি ফি পনেরো হাজার নির্ধারণ করে। এতে প্রাথমিক ভর্তি প্রক্রিয়ায় একজন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা দিতে হয়েছে। চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হলে শিক্ষার্থীদেরকে ১০ হাজার টাকা নিয়ে আসতে হবে বলে ভর্তি কমিটি জানান।
তবে শিক্ষার্থীরা জানান, ২০২১-২২ সেশনে শাবিতে ভর্তি ফি ছিল ৮ হাজার ১০০টাকা। এখন প্রায় দ্বিগুন ভর্তি ফি নেওয়া হচ্ছে। এতে ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন ভঙ্গ হবে বলে জানান তারা ।
এরই প্রতিবাদে শাবির সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলে শিক্ষার্থীরা ভর্তি ফি বাড়ানোকে ‘অমানবিক ও স্বেরতান্ত্রিক’ উল্লেখ করে দ্রুত এই ফি কমানোর দাবি জানিয়েছেন।
সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলা বিভাগের শিক্ষার্থী ওসমান গণি, গণিতের সজিব আহমেদ তাহসিন, পদার্থবিজ্ঞানের সজীব আহমেদ জয়।
এসময় বক্তারা বলেন, ভর্তি ফি বাড়িয়ে গরিব দুঃখী ও সমাজের প্রান্তিক মানুষকে শিক্ষা থেকে বঞ্চিত করার যে পায়তারা এবং সাম্রাজ্যবাদী চক্রান্ত সেটা বহাল থেকেছে। শাবিপ্রবি প্রশাসন ভর্তি ফি পূর্বের তুলনায় দ্বিগুণ করে শিক্ষার্থীদের উপর এক ধরনের চাপ সৃষ্টি করছে।
বক্তরা আরও বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ শিক্ষার্থী কৃষক-শ্রমিকের পরিবারের। তাদের ভর্তির টাকা জোগাড় করতে অনেক কষ্ট ভোগ করতে হয়। শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা মানুষের অধিকার। শাবিপ্রবি প্রশাসন ভর্তি ফি হঠাৎ বাড়িয়ে যে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সিদ্ধান্ত নিয়েছে আমরা ছাত্রসমাজ এর তীব্র নিন্দা জানাচ্ছি। এসময় বক্তারা অবিলম্বে ভর্তি ফি কমিয়ে শিক্ষার্থীদের ব্যয়ভারের চাপ লাঘব করার আহবান জানান।
সিলেটভিউ২৪ডটকম/জুনেদ/নোমান