ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশাহারা নিম্ন আয়ের মানুষ। আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে।

 


এই অবস্থায় বাজারমূল্যের চেয়ে অনেকটা কম দামে পাওয়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য পেতে দিন খুইয়েও চেষ্টা করেন সিলেটের নিম্ন আয়ের মানুষ। এই পণ্য পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে মহানগরের বন্দরবাজার সুরমা পয়েন্টে, টিসিবি’র ট্রাকের জন্য।

 

দেখা গেছে, লাইনে ব্যাগ ও বস্তা রেখে জায়গা দখল করে রাখেন পণ্য কিনতে আসা নারী-পুরুষরা। ভোর থেকেই সে লাইন তৈরি হয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা কষ্টদায়ক তাই এমনটি করেন তারা।

 

লাইনে ব্যাগ রেখে ফুটপাতে সারিবদ্ধভাবে বসে এবং কেউ দাঁড়িয়ে অপেক্ষা করেন। লাইনে থাকেন নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্তরাও। নারীদের সঙ্গে থাকে শিশুও। পণ্য নিয়ে ট্রাক আসামাত্রই শুরু হয় ঠেলাঠেলি। সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে এভাবেই হুমড়ি খেয়ে পড়েন মানুষ।

 

সংশ্লিষ্টরা বলছেন, টিসিবি’র পণ্য এখন শুধু নিম্নবিত্তরা কিনতে আসেন এরকম নয়, মধ্যবিত্তরাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কম দামে পণ্য কিনে নিচ্ছেন। মধ্যবিত্তের আধিপত্যের কারণে চোখের পলকেই খালি হয়ে যাচ্ছে টিসিবির ট্রাক।

 

অপরদিকে, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও দীর্ঘশ্বাস ছেড়ে শূন্য হাতে ঘরে ফিরতে হচ্ছে অনেক ক্রেতাকে।

 


সিলেটভিউ২৪ডটকম / পল্লব / ডালিম / এসডি-২১