গাজীপুরের পুবাইলের কালুটিয়া এলাকায় ঢাকা-সিলেটগামী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই রেললাইনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

রেলস্টেশন সূত্রে জানা যায়, ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেসের ইঞ্জিন বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিকল হয়ে যায়। পরে বিকল্প ইঞ্জিন পাঠিয়ে সকাল ১১টার দিকে টঙ্গী জংশনে নিয়ে আসা হয়।


টঙ্গী রেলওয়ে স্টেশন কর্মকর্তা রাকিবুর রহমান বলেন, সকাল সোয়া ১০টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেস। ট্রেনটি গাজীপুরের পুবাইলের কালুটিয়া এলাকায় পৌঁছালে একটি ইঞ্জিন বিকল হয়ে যায়।

তিনি বলেন, তবে ডাবল লাইন থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। শুধুমাত্র ইঞ্জিন বিকল হওয়া এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে প্রায় এক ঘণ্টার মতো থেমে ছিল।

তিনি আরও বলেন, ১১টা ২৫ মিনিটে টঙ্গী জংশন থেকে এগারোসিন্ধু ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে