মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বারিধারা আবাসিক এলাকায় নটর ডেম স্কুল এন্ড কলেজের সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন- প্রধান অতিথি মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য সাবেক চিফ হুইপ, হিসার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
শনিবার সকালে শ্রীমঙ্গল শহরের বারিধারা আবাসিক এলাকার নটর ডেম স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নটর ডেম স্কুল এন্ড কলেজ-এর ম্যানেজিং কমিটির সভাপতি ড. ফাদার জর্জ কমল রোজারিও।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, নটর ডেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিএসসি ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মুয়ীজুর রহমান, সাবেক অধ্যক্ষ লোকেশ চন্দ্র দেব।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগত জ্যোতি ধর, উপজেলার নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত প্রমুখ।
অনুষ্ঠানের শেষ প্রান্তে ‘নতুন কুঁড়ি’ নামে একটি বাৎসরিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
সভাপতির বক্তব্যে ড. ফাদার জর্জ কমল রোজারিও শ্রীমঙ্গলের নটর ডেম স্কুল এন্ড কলেজ সম্পর্কে বলেন, ‘এই নটর ডেম স্কুল এন্ড কলেজ ঢাকার নটর ডেম এর আদলেই করা হয়েছে।’
চা শ্রমিকদের উদ্দেশ্য বলেন, ‘এই এলাকায় চা বাগান বেশী হওয়া বাগানে প্রচুর মেধাবী শিক্ষার্থী রয়েছে। এই মেধাবী শিক্ষার্থীদের জন্য নটর ডেম স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ একটি তহবিল গঠন করেছে।’
সিলেটভিউ২৪ডটকম/সাইফুল/এসডি-১৭