দ্রব্য মূল্যের উর্ধগতির প্রতিবাদ ও কেন্দ্রঘোষিত ১০ দফা দ্বাবি আদায়ের লক্ষে আগামী ৪ঠা ফেব্রুয়ারী শনিবার বিএনপি আয়োজিত বিভাগীয় মহাসমাবেশ সফল করতে আজ শুক্রবার জিয়া সাইবার ফোর্স সিলেট জেলা শাখার আয়োজনে উপজেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা সিলেট জেলা যুবদলের সভাপতি এড: মোমিনুল ইসলাম মোমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা যুবদল আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান নেছার, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান সুমন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম বাবুল ও জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম এইচ মাহতাব।
মতবিনিময় সভায় দিকনির্দেশনামুলক বক্তব্যে এড: মোমিনুল ইসলাম মোমিন বলেন, বর্তমান দখলদার অবৈধ সরকারের পরিকল্পিত লুটপাটে সাধারন জনগনের দৈনন্দিন জীবন যাপন অতিষ্ঠ হয়ে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির কারনে দেশের মানুষ অনাহারে দিন যাপন করতেছে। সাধারন দিনমজুর থেকে স্বল্প আয়ের মানুষেরা এখন দিশেহারা। দেশকে অবৈধ সরকারের হাত থেকে উদ্ধার করতে কেন্দ্র ঘোষিত সকল আন্দোলনে জিয়া সাইবার ফোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি জামাল আহমদ,পরিচালনা করেন সদস্য সচিব মোস্তাক আহমদ। আরও উপস্থিত ছিলেন যুবনেতা মাজহার আহমদ, যুবনেতা ইমরান আলী, ছাত্রনেতা আল আমীন আহমদ স্বপন সহ জিয়া সাইবার ফোর্সের বিভিন্ন উপজেলা কমিটির শতাদিক নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-২৪