সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ছাত্র গুরুতর আহত হয়েছেন।
 

রবিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক কিলো রোডে এ  ঘটনা ঘটে। আহত ছাত্র এখন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন।


আহত ছাত্রের নাম তাওয়াফ হৃদয়। সে পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষে অধ্যয়নরত।
 

দুর্ঘটনার বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন শাবির মেডিকেল সেন্টারের পরিচালক অধ্যাপক কবির হোসেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রধান ফটক থেকে ওই ছাত্র বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে কিলোরোড দিয়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি কুকুর চলে আসলে গাড়ি নিয়ন্ত্রণ  করতে না পারায় এ দুর্ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স দিয়ে তাকে ওসমানী মেডিকেলে পাঠানো হয়।
 

শাবি অধ্যাপক কবির হোসেন বলেন, ''ওই ছাত্রের গলার কাছে একটি হাড় ভেঙে গেছে। হাত, মাথা এবং পায়ে আঘাত লেগেছে। হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।''
 

ডাক্তারের বরাত দিয়ে পরিসংখ্যান বিভাগের আরেক শিক্ষক আব্দুল্লা আল ইসলাম বলেন, ''হৃদয়ের অবস্থা ভালো আছে। চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামীকাল হয়তো তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে।'' 
 


সিলেটভিউ২৪ডটকম / নোমান / ডি.আর