কুশিয়ারা মুক্ত স্কাউট দল কর্তৃক আয়োজিত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইনটি চলে।
ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল খালেকের সভাপতিত্বে ও রুবার স্কাউট আব্দুস সমাদ আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।
প্রধান অতিথির বক্তব্যে জাবেদ বলেন, রক্তের কোন বিকল্প নেই। একজনের প্রয়োজনে অন্যজন রক্ত দিতে হয়। এজন্য সবার উচিত নিজের রক্তের গ্রুপ জেনে রাখা। কুশিয়ারা মুক্ত স্কাউট দল রক্তের গ্রুপ নির্ণয়ের যে কর্মসূচি পালন করেছে তা সত্যিই প্রশংসনীয়। সামাজিক সংগঠনগুলো এভাবে এগিয়ে আসলে মানুষ উপকৃত হবে।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের সম্পাদক মুবিন আহমদ জায়গিদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক উপজেলা কমান্ডা বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান।
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা তাঁতীলীগের সভাপতি আবুল মনসুর চৌধুরী সুমন, গোলাপগঞ্জ মডেল থানার এস আই আশিক আহমদ।
উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা সোলেমান আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল আমিন হাসান, আলী হোসেন, উজ্জল আহমদ, উপজেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, ধর্ম সম্পাদক সুয়েল আহমদ, রিপলু আহমদ, আব্দুস সুবহান সাধারণ সম্পাদক কুশিয়ারা মুক্ত স্কাউট দল, ছাত্রলীগ নেতা নিজুম আহমদ, মোর্শেদ আহমদ, হুসাইন আহমদ, স্কাউট পুলক, রুমন, আবির, আরিফ, সুনিয়া, সিমা প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/মিআচৌ