কুলাউড়ায় জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে শিশু একাডেমি ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 


উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবুল বাশারের সভাপতিত্বে ও কবি ভানু পুরকায়স্থ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।
 

তিনি লাইব্রেরিতে বই পড়ার আনন্দের কথা ব্যক্ত করে কুলাউড়ার বই প্রেমিদের জন্য একটি অত্যাধুনিক লাইব্রেরি প্রতিষ্ঠার আশ্বাস প্রদান করেন।
 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সমবায় কর্মকর্তা সোনা মোহন বিশ্বাস, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল, লেখক-গবেষক মোহাম্মদ ওয়াহিদ মুরাদ, কবি ইব্রাহিম খলিল, কথাসাহিত্যিক শহীদুল ইসলাম তনয় ও আলেয়া রহমান।
 

আরও বক্তব্য রাখেন শিশু বক্তা ক্বেরাতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত খাদিজা মেহেজাবিন, কবিতায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত বানিক ভট্টাচার্য্য, শিক্ষার্থী আহবাব হাসনাত লাবিব ও মাহবুবা জান্নাত প্রমুখ।
 

সভা শেষে বুক রিভিউ প্রোগ্রাম প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
 


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-১৮