বেসমারিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, দিনের পর দিন চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ হৃদয়ে মহান মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে চুনারুঘাটের মতো একটি প্রত্যন্ত জনপদে একটি জাতিকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে দূরন্ত সাহসে সাহিত্য ও সংস্কৃতিকে হাতিয়ার করে আলোর প্রদীপ জ্বালিয়ে যাচ্ছে। তারা জাতির বাতিঘর। চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদ লক্ষ্যে আর আদর্শে একটি যুগোপযোগী পথিকৃৎ সংগঠন। আমি তাদের আরো সফলতা কামনা করি।
শনিবার সন্ধ্যায় বহুতল বিশিষ্ট চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের স্বপ্নের ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পরিষদের সভাপতি সিনিয়র সাংবাদিক সালেহ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, সাবেক মেয়র নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ আলী, মুক্তাদ্দির চৌধুরী ও সুপ্রিয় পাল প্রমুখ।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আনন্দ সভা, পিঠা ও সাংস্কৃতিক উৎসব আয়োজন করে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
স্থাপত্য শৈলীতে মহান ভাষা আন্দোলনকে ধারণ করে নির্মাণ করা হয়েছে এই ভবনটি। এতে ভূগর্ভস্হ তলায় নৃত্যাঙ্গন ও চিত্রাংকন বিদ্যালয় ১ম তলায় সাহিত্য নিকেতন পাঠাগার, ২ য় তলায় বিদ্যুৎ পাল মিলনায়তন ও সংগীত বিদ্যালয় রয়েছে।
প্রসঙ্গত, চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী সংগঠন। বিগত ৩৪ বছর ধরে শিল্প সংস্কৃতির সংগ্রামে নিবেদিত রয়েছে সংগঠনটি। রাজধানীর বাহিরে বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য-সংস্কৃতি উৎসব আয়োজন করে পরিষদ।
সিলেটভিউ২৪ডটকম/জাকির/এসডি-২৪