সিলেটের জকিগঞ্জে আল্লামা আব্দুল লতিফ রাহ.-এর বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা গেছেন এক ব্যক্তি। 

রবিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।


মারা যাওয়া খছরু মিয়ার (৪০) বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার লালাবাজার এলাকার বেতসান্দি গ্রামে। তিনি ওই গ্রামের মাস্টার সামছুদ্দিনের ছেলে।

বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন। তিনি এ রিপোর্ট লেখার সময় (রাত সাড়ে ৮টা) ঘটনাস্থলে ছিলেন।  

ওসি মোশাররফ সিলেটভিউ-কে জানান- খছরু মিয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন। তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা তাকে নিয়ে আজ (রোববার) সিলেটের বিভিন্ন মাজার জিয়ারতে বের হন। বিকেলের দিকে আল্লামা ফুলতলির মাজার জিয়ারতের উদ্দেশে তাঁর বাড়িতেও যান। পরে সন্ধ্যার দিকে খছরু মিয়া ছাহেব বাড়ির পুকুরে গোসল করতে নামেন। এসময় তিনি মাঝপুকুরে গেলে হঠাৎ ডুবে যান। তবে তিনি সাতার জানতেন।

ওসি বলেন- আমি ঘটনাস্থলে রয়েছি। লাশ উদ্ধারের তৎপরতা চলছে।

সিলেটভিউ২৪ডটকম / জুনেদ / হাছিব / ডালিম