সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইফুল আলম কোরেশির পিতা বৃহত্তর কামাল বাজার আঞ্চলিক কমিটি বিএনপির সাবেক সভাপতি মো. মুসলিম মিয়া সরকার (৯২) এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
আজ এক শোক বার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ মরহুম মো. মুসলিম মিয়া সরকারের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল আলম কোরেশির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম মুসলিম মিয়া সরকার জাতীয়তাবাদী পরিবারের একজন একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী ও নেতা ছিলেন। এলাকায় তিনি একজন সামাজিক ও ধর্মপ্রান মানুষ হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৯