ছাতকে মণিপুরী সম্প্রাদয়ের ৬০তম বসন্ত রাসলীলা উৎসব (১০ মার্চ) শুক্রবার ছাতকের ধনীটিলায় অনুষ্ঠিত হবে। শ্রী শ্রী কৃষ্ণের বসন্ত রাসলীলা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ রাসলীলা রাসনগর জগন্নাথ জিউ মন্দিরে অনুষ্ঠিত হবে। 


উৎসব অনুষ্ঠানে রয়েছে দুপুর ১২টায় মহাপ্রসাদ পরিবেশন, বিকেল ৩টায় আলোচনা সভা ও সংবর্ধনা, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ১০টা থেকে ঊষালগ্ন পর্যন্ত শ্রীকৃষ্ণের বসন্তরাস। এরমধ্যে মহাপ্রসাদ পরিবেশন ও রাসলীলা জগন্নাথ জিউ মন্দিরে এবং বাকি অনুষ্ঠান মণিপুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন আয়োজন কমিটির সাধারন সম্পাদক ও বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন সিংহ। 



রাসলীলা অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়ে কাজ করছেন আয়োজন কমিটির সদস্যরা। 


এদিকে, প্রতিদিনই বিভিন্ন কর্মযজ্ঞে ব্যস্ত সময় পার করছেন মণিপুরী অধ্যুষিত গ্রাম ধনীটিলা, রতনপুর ও রাসনগরের মণিপুরী সম্প্রদায়ের লোকজন। রাসলীলায় শ্রীকৃষ্ণ ভক্ত ও পূণ্যার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন শ্রী শ্রী কৃষ্ণ বসন্ত রাসলীলা উদযাপন কমিটির সভাপতি অমর কুমার সিংহ।

সিলেটভিউ২৪ডটকম/মাহবুব/ইআ-১০