যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, খেলাধুলা হচ্ছে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে অগ্রণী ভুমিকা পালন করে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে গোটাটিকর ব্রাদার্স ক্লাব সমাজের অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। তারা সব সময় খেলাধুরার মাধ্যমে এলাকার যুব সমাজকে কাজ লাগাচ্ছে। তিনি এই ধরনের খেলাধূলা আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং এই সংগঠনের ন্যায় অন্যান্য সামাজিক সংগঠনকেও এগিয়ে আসার আহ্বান জানান।  

 
তিনি শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় গোটাটিকর ক্লাব সংলগ্ন মাঠে গোটাটিকর ব্রাদার্স ক্লাবের উদ্যোগে ৪র্থ নাইট মিডবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন।



গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি সুমন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিমন আহমদের পরিচালনায় উদ্বোধনী খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, গোটাটিকর কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী তুরণ মিয়া, সাধারণ সম্পাদক আখতার হোসাইন, যুক্তরাষ্ট্র যুবলীগ নিউ জার্সি শাখার সভাপতি জুলিয়ান চৌধুরী রাহি, বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক একাত্তরের কথা পত্রিকার উপ সম্পাদক মঈন উদ্দিন, বিশিষ্ট লেখক ও যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান চৌধুরী খয়রু, সিরাজ ছাতা এন্ড কোং সত্তাধিকারী আব্দুল কাদির, এনআরবি ব্যাংকের ডাইরেক্টর গিয়াস উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী মোনায়েম খান, যুক্তরাজ্য প্রবাসী ও কমিউনিটি নেতা জুনেদ আহমদ, সমাজসেবী ও ক্রীড়ানুরাগী নুরুল ইসলাম সুমন, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সাবেক সভাপতি বাবর আহমদ, সমাজসেবী শাহেদ আরবী, যুবলীগ নেতা শাহীন আহমদ।


আয়োজক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের কার্যকরি কমিটির সহ সভাতি আব্দুস সামাদ,  সহ সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিজামুল ইসলাম সুমন, সহ সাংগনিক সম্পাদক এমাদ হোসেন, অর্থ সম্পাদক রুবেল আহমদ, প্রচার সম্পাদক রফিকুজ্জামান রফিক, সহ প্রচার সম্পাদক জাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক ওবায়দুর রহমান মাহিন, সহ ক্রীড়া সম্পাদক আল আমিন আহমদ, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সানিয়ান আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক শফি উদ্দিন, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম লিংকন, খালেদ আহমদ, নাসির উদ্দিন, ক্লাব সদস্য ফখরুল ইসলাম, জাকারিয়া আলম জুয়েল, নোমান আহমদ, আরিফ আহমদ, ফাহাদ আহমদ, এমরান আহমদ প্রমুখ। উদ্বোধনী খেলায় রিয়েল লাইটিং ও মাছুম বিগ ফাইট এর মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ফুল ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করেন কার্যকরি কমিটির নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ-০৬