গান, নৃত্য, কবিতা, আলোচনাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে মরমী কবি হাজন রাজার মৃত্যুবার্ষিকী ও ১৬৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘরে এই বর্ণিল এই আয়োজন করে হাছন রাজা ট্রাস্ট।
সাংবাদিক দেওয়ান গিয়াস চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পৌর মেয়র নাদের বখদ, হাসন রাজার প্রপুত্র সদর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, স্থানীয় সরকারের উপ পরিচালক জাকির জাফরান, হাসন রাজা ট্রাস্টের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।
পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় গান, নৃত্যসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এসময় মরমি কবি হাছন রাজার গান পরিবেশন করে প্রখ্যাত লোক শিল্পী সেলিম চৌধুরী ও আশিক।
সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-২৪