‘শুদ্ধ বানান লিখি, শুদ্ধ উচ্চরণে কথা বলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জহুর চান বিবি মহিলা কলেজে মহান শহিদ দিবস ও ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
 

২০ ফেব্রুয়ারি প্রথম প্রহরে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করা হয়।


২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়।
 

সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আব্দুল কবির ভবনে উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পুষ্পাঞ্জলি অর্পণের সময় কলেজ অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, গভার্ণিং বডির সদস্য মো: আব্দুল কাদির, সার্জেন্ট (অব)শাহজাহান, প্রভাষক মহিউদ্দিন, প্রভাষক আরিফুর রহমানসহ শিক্ষক, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
 

প্রভাষক মো: শাহীন মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রভাষক তহুরা বেগম, শামীমা আক্তার, মুহাম্মদ মহিউদ্দিন, রফিকুল ইসলাম, সুবর্ণা সাহা, শারমিন আক্তার রিয়েল ও শিক্ষার্থী যারিন শাইমা।
 

শিক্ষকবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করেন।

শহীদদের আত্মার মাগফেরাত করে মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মুহাম্মদ মহিউদ্দিন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১