বাঙালির ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ‘প্রভাতফেরি’। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পাকিস্তানি শাসকগোষ্ঠীর নির্বিচার গুলিবর্ষণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পরের বছর চালু হয় এই প্রভাতফেরি।
 

বিশ্বের বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিবস উদযাপনে নিউইয়র্কের ব্রঙ্কসে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) পালিত হলো মহান একুশের প্রভাতফেরি। 


বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা) আয়োজিত প্রভাতফেরিতে কনকনে শীত উপেক্ষা করে উপস্থিত হয়েছিলেন অসংখ্য প্রবাসী বাঙালি। 

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান গেয়ে প্রভাতফেরিতে অংশ নেন কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন। তীব্র শীতেও দেশের গান গেয়ে মাতৃভাষার প্রতি ভালবাসা ও ভাষা শহিদদের প্রতি সম্মান জানিয়েছেন ঘন্টাখানেক দীর্ঘ প্রভাতফেরিতে অংশ নিয়ে।

স্টারলিং এভিনিউয়ে অবস্থিত বাফার নিজ কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারের সামনে থেকে শুরু হয়ে প্রায় ২ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে প্রভাতফেরি আবার সেখানে এসে সমাপ্ত হয়।  পরে বিভিন্ন সংগঠন ও উপস্থিত অনেকে পুষ্পস্তবক অর্পন করেন। 

প্রভাতফেরি শেষে অস্থায়ী শহীদ মিনারের পাদদেশে নাট্যাভিনেতা এজাজ আলমের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা শেষে সংস্কৃতিকর্মী শামীম আরা বেগমের সঞ্চালনায় বাফা’র শিক্ষক ও শিক্ষার্থীরা দেশের গান ও কবিতা আবৃত্তি করেন যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। 

উল্লেখ্য যে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস (বাফা) ২০১৭ সাল থেকে মহান একুশের প্রভাতফেরি করে আসছে। এই আয়োজন নিউইয়র্কের সকল বাঙালির নজর কেড়েছে ও ভালবাসা কুড়িয়েছে। বাফা'র কর্ণধার ফরিদা ইয়াসমিন আয়োজনকে সফল করায় ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করেন।

প্রভাতফেরিতে বিশিষ্টজনদের মধ্যে অংশ নেন-মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, আব্দুর রহিম বাদশা, মোশাররফ হোসেন, খাইরুল ইসলাম পাখি, সীতেশ ধর, শরীফ হোসেন, ড. নাশ নাসরিন, শ্যামস চৌধুরী রুশু, মিনহাজ আহমেদ, মাকসুদা আহমেদ, রায়হান জামান রানাসহ বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশন, স্বপ্ন এনওয়াইসি, ড্রাম, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ব্রংক্স বাংলাদেশি কম্যুনিটির লোকজন। 

একুশের আয়োজনে সার্বিক ব্যবস্হাপনায় ফরিদা ইয়াসমিন এবং বিশেষ সহযোগিতায় ছিলেন এজাজ আলম, আফরিনা জিমি, মনিরা নুর, বেনজির শিকদার, নাসির শিকদার, বদরুজ্জামান রুহেল, মাসুম আহমেদ, মিয়া এম আজকীর, কামরুজ্জামান ফয়েজ, মোহাম্মদ নাসিরউল্লাহ, আশিকুর রহমান, এএফএম আফতাবুজ্জামান।
 

সিলেটভিউ২৪ডটকম/রুহেল/পল্লব-১৫