কুয়েত সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯ টায় কুয়েত সিটির রাজধানী হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি নাসির উদ্দিন খোকনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মোরশেদ আলম বাদল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজনীতিবিদ ফয়েজ কামাল, আশরাক আলী ফেরদৌস, মুরাদুল হক চৌধুরী, আব্দুল হাই ভূঁইয়া, মোহাম্মদ ইসমাইল হোসেন, আলা উদ্দিন আলা, বিলাল আহমদ, সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন, কুয়েত বাংলা প্রেসক্লাবের আলামিন সরকার, আহমেদ আকাশ, আমির হোসেন মুন্সী ও ইদ্রিস আলী সোহাগসহ আরো অনেকে।
এছাড়া অনুষ্ঠানে কুয়েতের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিপুলসংখ্যক প্রবাসীও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত-০২