শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। একটি সুন্দর সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই৷ এমনকি খেলাধুলা যুবকদের মাদক থেকে দূরে রাখে৷ এমনটাই বলেছেন, সিলেট সদর উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট চিকিৎসক ডা: খলিলুর রহমান।
 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ৪টা ৭নং মোগলগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড লালারগাঁও ও চৌধুরীগাও ফুটবল প্রিমিয়ার লিগ এর উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গ্রামেগঞ্জে এরকমভাবে সবাই উদ্যোগ নিয়ে খেলাধুলার আয়োজন করা হয় এবং যুবকরা মাঠগামী হয় তাহলে অনেক অপরাধ কমে যাবে৷


৭নং মোগলগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মইনুল ইসলামের সভাপতিতে যুব সংগঠক মোস্তাক আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন যুবনেতা আঙ্গুর আলম তুষার, লালারগাও ক্রিকেট ক্লাব (এনসিসির) প্রতিষ্ঠাতা সাবেক অর্থ সম্পাদক আব্দাল হোসেন নাহিদ, সদর উপজেলা স্পোর্টস একাডেমী সিলেটের যুগ্ম সাধারণ সম্পাদক, লালারগাও জুনেদ  স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও আম্বরখানা মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের প্রোপাইটর জুনেদ আহমদ, যুবনেতা সুফল আলী, আম্বরখানা আজিজ প্রিন্ট এন্ড হার্ডওয়ারের পরিচালক শরিফ উদ্দিন, ছাত্রনেতা লিটন পাশা, মুরুব্বী হাজী তোতা মিয়া, পর্তুগাল প্রবাসী এমরান আহমদ, সৌদি প্রবাসী মোহাম্মদ আলী প্রমুখ।
খেলায় ৪টি দল অংশগ্রহণ করবে৷ উদ্বোধনী খেলায় রাইটার্স বি দলকে হারিয়ে ব্রাইট বিল্ডার্স দল বিজয়ী হয়।
 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-৮