ধন্যবাদ মহান সৃষ্টিকর্তাকে। তিনি আরও একটি সুন্দর দিন উপহার দেয়ার জন্য।
আজ সোমবার , ১৪ ফাল্গুন ১৪২৯, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ
২৭ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৮তম দিন। বছর শেষ হতে আরো ৩০৭ (অধিবর্ষে ৩০৮) দিন বাকি রয়েছে।
বাণী চিরন্তন : জীবন চলার পথে বাঁধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। - রেদোয়ান মাসুদ
ঘটনাবলী
১৫০৯ - ব্রাজিলের ওপর পর্তূগালের দীর্ঘমেয়াদী কর্তৃত্ব শুরু হয়।
১৫৫৭ - লন্ডনে রাশিয়ার দূতাবাস কাজ শুরু করে।
১৫৯৪ - চতুর্থ হেনরি ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৭০১ - পোলান্ড ও সুইডেনের মধ্যে ৬ দিনের যুদ্ধ সংঘটিত হয়।
১৮০৩ - ভারতের বোম্বেতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে।
১৮৪৪ - ডোমিনিকান প্রজাতন্ত্রের ওপর হাইতির দখলদারিত্বের অবসান ঘটে এবং দেশটি স্বাধীনতা লাভ করে।
১৮৫৮ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি দখল করে।
১৮৬৫ - মিসৌরিতে গৃহযুদ্ধ শুরু হয়।
১৮৭৪ - ব্রিটেনে প্রথম বেসবল খেলা শুরু হয়।
১৯০০ - ম্যাকডোনাল্ডের নেতৃত্বে ব্রিটিশ লেবার পার্টি প্রতিষ্ঠিত হয়।
১৯৩৩ - কমিউনিস্ট ষড়যন্ত্রের অজুহাতে জার্মান নাৎসিরা রাইখস্টাগে অগ্নিসংযোগ করে।
১৯৩৯ - ব্রিটেন ও ফ্রান্স স্পেনের জেনারেল ফ্রাংকোর গণবিরোধী সরকারকে স্বীকৃতি দেয়।
১৯৪২ - জাপানী জঙ্গী বিমানগুলো মিত্র বাহিনীর জাহাজগুলোর ওপর বোমা বর্ষণ শুরু করে।
১৯৬৭ - মহাশূন্যে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৭৩ - বাংলাদেশ আণবিক শক্তি কমিশন গঠিত হয়।
১৯৭৪ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাইজেরিয়া।
১৯৯১ - বাংলাদেশে পঞ্চম সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু।
২০০২ - ভারতের গুজরাটে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী ট্রেনে ইসলামিক উগ্রবাদীরা অগ্নিসংযোগ করে। এতে দগ্ধ হয়ে ১৫টি শিশুসহ ৭০ জনের মত নিহত হয়।
২০০৪ - ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে অনুষ্ঠিত একুশে বইমেলা থেকে ফেরার পথে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ নামক ইসলামী জঙ্গি সংগঠনের আক্রমণের শিকার হন বাংলাদেশী ভাষাবিজ্ঞানী, সাহিত্যক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ।[১]
জন্ম
০২৭২ - রোমান সম্রাট মহান কন্সট্যান্টাইন জন্মগ্রহণ করেন ।
১৮০৭ - আমেরিকান কবি ও শিক্ষাবিদ হেনরি ওয়েডসওয়ার্থ লংফেলো জন্মগ্রহণ করেন।
১৮৩২ - সাংবাদিক আলফ্রেড পোলার্ড এডওয়ার্ড জন্মগ্রহণ করেন।
১৮৪৬ - জার্মান ইতিহাসবিদ ও রাজনীতিবিদ ফ্রানয এর্দমান মেহরিং জন্মগ্রহণ করেন।
১৮৫৩ - বাঙালি কবি নবীনচন্দ্র দাশ। (মৃ.১৯১৪)
১৮৮১ - লাউৎসেন এখবার্টস ইয়ান ব্রাউয়ার, ওলন্দাজ গণিতবিদ।
১৯০২ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান লেখক জন স্টাইন্বেক্ জন্মগ্রহণ করেন।
১৯১২ - ভারত বংশোদ্ভূত ফরাসি লেখক, কবি ও নাট্যকার লরেন্স ডুরেল জন্মগ্রহণ করেন।
১৯২৬ - নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান নিউরোবায়োলজি ডেভিড হান্টার হুবেল জন্মগ্রহণ করেন।
১৯২৯ - ব্রাজিলিয়ান ফুটবলার দালমা পেরেইরা দিয়াস দস সান্তোস জন্মগ্রহণ করেন ।
১৯৪০ - ভি বিশ্বনাধন, ভারতীয় চিত্রশিল্পী।
১৯৪২ - পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ রবার্ট হাওয়ার্ড গ্রাবস জন্মগ্রহণ করেন।
১৯৫৩ - বংশোদ্ভূত বতসোয়ানা লেফটেন্যান্ট, রাজনীতি ও ৪র্থ প্রেসিডেন্ট ইয়ান খামা জন্মগ্রহণ করেন।
১৯৫৭ - ইংরেজ অভিনেতা টিমোথি স্পাল জন্মগ্রহণ করেন।
১৯৭৮ - জর্জিয়ান ফুটবলার কাখা কালাডযে জন্মগ্রহণ করেন।
১৯৮১ - আমেরিকান গায়ক, গীতিকার, প্রযোজক ও অভিনেতা জশ গ্রবান জন্মগ্রহণ করেন।
১৯৮৫ - রাশিয়া ফুটবলার ডিনিয়ার বিলইয়ালেটডিনভ জন্মগ্রহণ করেন।
মৃত্যু
১৬৫৯ - হার্ভার্ড কলেজের প্রথম সভাপতি হেনরি ডানস্টের মৃত্যুবরণ করেন।
১৭৭৬ - স্কট চিত্রশিল্পী জর্জ ম্যামসন মৃত্যুবরণ করেন।
১৮৩৪ - প্রাবন্ধিক সমালোচক ও কবি চার্লস ল্যাম্প মৃত্যুবরণ করেন।
১৮৮৭ - রাশিয়ান সুরকার ও রসায়নবিদ আলেকজান্ডার বরডিন মৃত্যুবরণ করেন।
১৯৩১ - চন্দ্রশেখর আজাদ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী ।(জ.২৩/০৭/১৯০৬)
১৯৩৬ - নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান শারীরবিজ্ঞানী ইভান পেত্রোভিচ পাভলভ মৃত্যুবরণ করেন।
১৯৪০ - জার্মান স্থপতি পিটার বারনেস মৃত্যুবরণ করেন।
১৯৫৬ - গনেশ বাসুদেব মাভালঙ্কার ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও লোকসভার প্রথম স্পিকার তথা অধ্যক্ষ ।(জ.২৭/১১/১৮৮৮)
১৯৬৫ - কার্তিকচন্দ্র দাশগুপ্ত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক ।(জ.০৬/০৮/১৮৮৪)
১৯৭৭ - আমেরিকান লেখক জন ডিকসন কার মৃত্যুবরণ করেন।
১৯৮৯
শিবপ্রসাদ চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি ভূগোলবিদ ও ভারতীয় ভূগোলের জনক।
নোবেল বিজয়ী অস্ট্রিয়ান প্রাণিবিজ্ঞানী কনরাড লরেঞ্জের মৃত্যুবরণ করেন।
১৯৯৩ - লিলিয়ান গিশ, মার্কিন অভিনেত্রী, পরিচালক ও লেখিকা। (জ. ১৮৯৩)
১৯৯৮ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান বিজ্ঞানী জর্জ হার্বার্ট হিচিংস মৃত্যুবরণ করেন।
২০০২ - আইরিশ কৌতুকাভিনেতা, অভিনেতা ও লেখক স্পাইক মিলিগান মৃত্যুবরণ করেন।
২০১১ - নাজমউদ্দিন এরবাকান, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী। (জ. ১৯২৬)
২০১২ : শৈলেন মান্না ভারতের তথা পশ্চিমবঙ্গের কিংবদন্তি ফুটবল খেলোয়াড় ।(জ.০১/০৯/১৯২৪)
২০১৩ - জার্মান বংশোদ্ভূত ফরাসি কূটনীতিক ও লেখক স্টেফানে হেসেল মৃত্যুবরণ করেন।
২০১৫ - রাশিয়ান শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রথম উপ-প্রধানমন্ত্রী বরিস নেমটসভ মৃত্যুবরণ করেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ