সুনামগঞ্জের তাহিরপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগে দুই প্রকল্প সভাপতিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক করেছে পুলিশ।
 

শুক্রবার (৩ মার্চ) দুপুরে উপজেলার মহালিয়া হাওরের ১৬ নং ও ১৯ নং পিআইসির সভাপতি ফজলুল হক ও মোসাহিদকে আটক করার নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি। পরে তাহিরপুর থানা পুলিশ তাদের আটক করে।
 


বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি বলেন, ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের নির্মাণ কাজ শেষ করা কথা কিন্তু প্রকল্পের ১৬ নং ১৯ নং প্রকল্পের কাজে গাফিলতির অপরাধে তাদেরকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্তক্রমে তাদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 


সিলেটভিউ২৪ডটকম/রাজ্জাক/এসডি-১২