উৎসব মুখর পরিবেশে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার ব্যবসায়ি সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
 

শনিবার সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বাজারের ইতিহাসে এই প্রথম বার গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে ৬৭৫ ভোটের বিপরীতে ১২ পদের জন্য লড়েন ৩০ প্রার্থী।
 


নির্বাচনে সভাপতি পদে ঘোড়া প্রতীকে ৩৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তারেক মিউজিক সেন্টারের সত্ত্বাধিকারী দেলোয়ার হোসেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আওয়াল উদ্দিন পেয়েছেন ২৩৫ ভোট।
 

সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মিজান ফার্মেসীর সত্ত্বাধিকারী মো. মিজানুর রহমান। তিনি তালগাছ প্রতীকে পেয়েছের ৩৯৫ ভোট। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী কমর উদ্দিন ফুটবল প্রতীকে ২৫০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
 

এছাড়াও সহ সভাপতি পদে মো. আতর আলী দোয়াতকল প্রতীকে ৩১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী মো. মহিবুর রহমান কুড়াল প্রতীকে ১৮৮ ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে মোবাইলফোন প্রতীকে ৩০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দ্বিপক দে। তার নিকট প্রতিদ্বন্দ্বী মো. সিরাজ মিয়া টেবিল প্রতীকে ২২৪ ভোটে বিজিত হয়েছেন। মো. শফিকুল ইসলাম চাকা প্রতীকে ৩২৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছে। তাঁর নিকট প্রতিদ্বন্দ্বী বিমল কুমার দাস কাঁঠাল প্রতীকে ১৭৫ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে মো. হাফিজ উদ্দিন আম প্রতীকে ৩১১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামাল হোসেন মোমবাতি প্রতীকে ২৩৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।  দপ্তর সম্পাদক পদে সাইদুর রহমান চশমা প্রতীকে ৪২৭ ভোট পেযে বিজয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান টেবিলফ্যান প্রতীকে ২০৭ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মকবুল হোসেন। তিনি গরুর গাড়ি প্রতীকে ৪০৫ ভোট পেয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী আস্রব আলী টিউবওয়েল প্রতীকে ২৫৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
 

এছাড়াও সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়ে মাইক প্রতীকে ৪০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শাহিন মিয়া। সদস্য পদে বিজয়ী আরও তিন প্রার্থী হচ্ছেন নাছির আলী, কমর আলী ও তোয়েল মিয়া। নাছির আলী মাছ প্রতীকে ৩৫৭, কমর আলী, লাঠিম প্রতীকে ২৯৭ ভোট এবং তোয়েল মিয়া বাঘ প্রতীকে ২৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নির্বাচনকে অবাদ ও সুষ্ঠু নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকা পুলিশ মোতায়েনের পাশাপাশি বাড়তি নিরাপত্তা গ্রহণ করে নির্বাচন বাস্তবায়ন কমিটি ও নির্বাচন কমিশন।

পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত নির্বাচন কেন্দ্রে দিনব্যাপী প্রার্থী, ভোটারদের পদচারণায় মুখরিত ছিল।

প্রথমবার ভোট দিতে পেরে ভোটার মধ্যে ব্যাপক উছ্বাস লক্ষ্য করা গেছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই বিকাল ৪ টায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করে নির্বাচন কমিশন।

সন্ধ্যা ৭ টায় ভোট গণনা শেষে বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা উপজেলা সমবায় অফিসার মো. মাসুদ আহমেদ।

 


সিলেটভিউ২৪ডটকম/শহীদনুর/এসডি-১৯