সিলেটের গোয়াইনঘাটে জুয়া খেলার অভিযোগে দশ ব্যক্তিকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে গোয়াইনঘাট থানার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুর্নানগর গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময়চার বান্ডিল প্লেইং কার্ড ও নগদ দুই হাজার ৯১০ টাকা জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত সড়ে ৭টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই জাহাঙ্গীর আলম, আখতারুজ্জামান, জহিরুল ইসলাম খান, এএসআই এনামুল হকসহ পুলিশের একটি দল পুর্নানগর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় খেয়া ঘাটের পাড়ে আব্দুল মনাফ এর চায়ের দোকানের ভিতর থেকে জুয়া খেলার চার বান্ডিল প্লেইং কার্ড ও নগদ দুই হাজর ৯১০ টাকাসহ দশ জনকে আটক করে।


আটককৃতরা হলেন গোয়াইনঘাট উপজেলার আল আমিন (২৫), রুবেল আহমদ (৩০), গৌছ উদ্দিন (৩২), সমছু উদ্দিন (২৮), শামীম আহমদ (৩৫), আব্বাছ আলী (৩৫), আলিম উদ্দিন (৩০), মাসুক আহমদ (৩৮), জিয়াউর রহমান (২৫), আব্দুল মনাফ (৫৫)।

আটককৃতদের উপর মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / নাজাত / ডালিম