ছবি : রুবেল মিয়া

এবার সিলেট মহানগরের জল্লারপার ওয়াকওয়ের একটি টং দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে সাড়ে ৩ দিকে 'কুড়ের চা' নামের টং দোকানে এ ঘটনা ঘটে।  

দোকানের মালিক সাগর তালুকদার সিলেটভিউ-কে জানান, বিকালে সাড়ে ৩ দিকে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসকে কল দিলে, ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয়রা মিলে আগুন নিভিয়ে দেয়। ধারণা করা হচ্ছে পিছনের বস্তি থেকে কেউ সিগারেট খেয়ে অবশিষ্ট অংশ এখানে ফেলে গেছে আর তা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ৫০ থেকে ৬০ হাজর টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।


সিলেট ফায়ার সার্ভিস তালতলা স্টেশনের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থলে যায়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেরই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

এর আগে সিলেট মহানগরের মজুমদারপাড়ার কবরস্থানে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। তবে কবরস্থানের বাইরে ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা দ্রুত পানি দিয়ে আগুন আগুন নিভিয়ে ফেলেন। 

স্থানীয় বাসিন্দা মাছুম চৌধুরী সিলেটভিউ-কে জানান, বিকাল ৩ টার দিকে হঠাৎ আমাদের মজুমদারপাড়ার মুহাম্মদ আলী রোডের পার্শ্ববর্তী কবরস্থানে দাউ দাউ করে আগুন জ্বলে উঠে। বিয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা বালতি, কলস ও মগে পানি নিয়ে ছুটে এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। তবে ফায়াস সার্ভিসকে খবর দেওয়া হয়নি। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে হলে নিশ্চয় খবর দেওয়া হতো। 

তিনি বলেন, আশঙ্কার কথা ছিলো- এই কবরস্থানের পাশ দিয়ে গ্যাস লাইন চলে গেছে। তবে আল্লাহ রক্ষা করেছেন, আগুন সে পর্যন্ত যায়নি। 

মাছুম বলেন, ধারনা করা হচ্ছে- কেউ সিগারেট খেয়ে অবশিষ্ট অংশ এখানে ফেলে গেছে আর এ থেকে আগুন ধরেছে।


সিলেটভিউ২৪ডটকম / নাজাত