সিলেটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমন্বয়ে গঠিত মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম সিলেট এবং ডেমোক্রেসি ইন্টারন্যানাল সিলেট আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে নারী দিবস উদযাপন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২টায় মীরের ময়দানস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে নির্বাচনে নারী নেতৃত্বের অগ্রাধিকার প্রতিষ্ঠার দাবিতে বক্তব্যে নারী নেতৃবৃন্দ সিটি কর্পোরেশন ও পৌরসভায় নারীর ক্ষমতায়নে নারীদের জন্য ডিপুটি মেয়রের পদ সৃষ্টির দাবি জানানো হয়। বাংলাদেশের রাজনীতিতে নিবন্ধিত প্রত্যেকটি দলে ৩০ ভাগ নারীর উপস্থিতি, প্রতিনিধিত্ব, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় নির্বাচনে নারী প্রতিনিধিত্ব জোরদার করা সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে নারী নেতৃত্বে অগ্রাধিকার প্রতিষ্ঠার দাবি জানান।
নারী দিবস উদযাপন অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যানাল সিলেট আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার মোসাম্মদ রাহিমা বেগমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সায়ফুল ইসলাম রুহেল, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানা, মহানগর আওয়ামী মহিলা লীগের সভাপতি শাহানারা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান, মহানগর আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা বেগম রুজি, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সালমা বাছিত, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহমদ কুম কুম, হাসিনা বেগম, জেলা বিএনপি নেতা রুবেল, সিলেট মহানগর ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মঈনুল ইসলাম মঈন, ১১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম বদরু প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/পল্লব-১২