জকিগঞ্জে মাওলানা ফখরুল ইসলাম ট্রাস্টের বৃত্তি বিতরণ শনিবার (১১ মার্চ) অনুষ্ঠিত হবে। 
 

এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাজলসার ইউপির মঙ্গলশাহ গ্রামে মাওলানা ফখরুল ইসলামের উদ্যোগে প্রতিষ্ঠিত আলহাজ্ব রুফিজ আলী শাফাতুন্নছা লতিফিয়া এতিমখানা ও হিফজুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গনে ট্রাস্টের ২১ তম বৃত্তি পরীক্ষার সনদ বিতরণ ও আলহাজ্ব রুফিজ আলী শাফাতুন্নছা লতিফিয়া এতিমখানা ও হিফজুল কুরআন মাদ্রাসার দস্তারবন্দি মাহফিল সকাল ১১টায় শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আঞ্জুমানে আল-ইসলাহ বাংলাদেশ এর মুহতারাম সভাপতি আল্লামা মুহাম্মদ হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী। এ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতি কামনা করেছেন ট্রাস্টের সভাপতি মাওলানা মোঃ ফজলুর রহমান চৌধুরী ও সদস্য সচিব জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম।
 


সিলেটভিউ২৪ডটকম/হাছিব/পল্লব-১৪