মৌলভীবাজারের জুড়ীীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও সদ্য যোগদানকারী শিক্ষকদের বরণ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ মার্চ) দুপুরে জুড়ী উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলার জায়ফরনগর ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ সমিতি অনুষ্টানটির আয়োজন করে।
সংগঠনের সভাপতি মোঃ মুজিবুর রহমান’র সভাপতিত্বে এবং মোঃ আজাদ উদ্দিন ও মোঃ আব্দুস শহীদের যৌথ উপস্থাপনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মহিউদ্দিন আহমদ ভূঁইয়া।
বক্তব্য রাখেন- বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সংবর্ধিত আইনুন্নাহার বেগম, কে বি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সংবর্ধিত মনোয়ারা বেগম, পূর্ব বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সংবর্ধিত মুহিব আলী, নিশ্চিন্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বদলী) নীতিশ রুদ্র পাল, চম্পকলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বদলী) হোসনা বেগম, সাংবাদিক কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, প্রধান শিক্ষক মোহাম্মদ ফরমান আলী, তাহমিনা ইসলাম, রামকুমার কৈরী, অরবিন্দ শীল, সুধন সূত্রধর, কূলমোহন দাস, মোঃ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী, আশা রানী দাস, প্রণয় রঞ্জন দাস, রাজকুমার দেবনাথ, মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া, সহকারী শিক্ষক আবুল হাসেম, ইয়াসমিন আক্তার মেরী, নাজিম উদ্দিন, আব্দুল লতিফ, শফিকুল ইসলাম, জহুরা ইয়াসমিন, দেবব্রত দাস, রুকিয়া বেগম, কাজল রানী দেব, সদ্য যোগদানকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মরিয়ম আক্তার শিমুল, সুমিত দাস ও ইমা আক্তার।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন উত্তর জাঙ্গীরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রানী ভৌমিক। বদলী শিক্ষকদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন ভোগতেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেবলুন নাহার জুবলী। সদ্য যোগদানকারী শিক্ষকদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন কে বি এহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলী রানী নাথ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পশ্চিম গবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াস উদ্দিন।
সিলেটভিউ২৪ডটকম/মঞ্জুরে/এসডি-১৮