সিলেট সদর উপজেলার ৪ নং খাদিমপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বিলালের নির্বাচনী অফিস ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
 

রবিবার ভোর ৫টায় সিলেট সদর উপজেলার শাহপরান থানাধীন খাদিমপাড়া ইউনিয়নের পীরের বাজারে এ নির্বাচনী অফিস ভাংচুর করা হয়।
 


স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর ৫টায় সিলেট সদর উপজেলার ৪ নং খাদিমপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বিলালের নির্বাচনী অফিস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। তিনটি মোটরসাইকেল যোগে ৬ জন দুর্বৃত্ত অফিসটি ভাংচুর করে তামাবিল রোডের দিকে পালিয়ে যায়।
 

তাৎক্ষণিক শাহপরান থানা পুলিশ ঘটনাস্থলে পরির্দশন করে।


শাহপরান থানা ওসি আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে পরির্দশন করেছি। তারা লিখিত অভিযোগ দিলে আমরা আইনি ব্যবস্থা নিবো।

সিলেটভিউ২৪ডটকম/নুরুল/এসডি-০১