আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরী।
 

রবিবার সকাল থেকে সন্ধ্যা অবধি দোয়ারাবাজার উপজেলার ৯ নং সুরমা ইউনিয়নে গণসংযোগ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জননেতা শামীম আহমদ চৌধুরী।
 


গণসংযোগ শেষে পথসভা করেন সুরমা ইউনিয়নের টেংরাবাজার, মহব্বতপুর বাজার, আলীপুর বাজার ও বৈটাখাই বাজারে।
 

গণসংযোগে উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল, নোয়ারাই ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, সুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইন্জিনিয়ার খন্দকার মামুনুর রশীদ, লক্ষিপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক জহিরুল ইসলাম, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ছাতক পৌরসভার কাউন্সিলর নাজিমুল হক, সুরমা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম (আর্মি), ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা এবাদুর রহমান এমাদ, কামাল উদ্দিন, আফিক আলী, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন, জাহাঙ্গীর আলম রফিক, বগুলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান শেখ চান, লক্ষিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম রতন, নরসিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী মনর, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা মানিক মাস্টার, মাওলানা আবদুল মজিদ, হোসেন মিয়া, ফজল মিয়া, কুরবান আলী, বগুলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহ আলম, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা হাবিবুর রহমান, আনোয়ার তালুকদার, জসিম, আবুল হোসেন, ছাতক পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি জামেল ফরহাদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক আপন আহমদ, দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ প্রমুখ।
 


সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-০৯