হবিগঞ্জের মাধবপুরে লাচানা শুক্ল বৈদ্য (৫০) নামে এক চা শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করে পুলিশ।
নোয়াপাড়া চা বাগানের ইউপি সদস্য দুলাল ঘোষ জানান, মঙ্গলবার সকালে শ্রমিকরা চা বাগানে কাজ করতে গেলে বাগানের ভিতরে নোয়াপাড়া চা বাগানের বিষ লাইন এলাকার বাসিন্দা চা বাগানের শ্রমিক লাচানা শুক্ল বৈদ্যর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
সিলেটভিউ২৪ডটকম/ শামিম/ নাজাত