প্রতিবারের ন্যায় এবারও মাহে রমজানের আগে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেটের দক্ষিণ সুরমার কৃতিসন্তান, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট আইনজীবি মোহাম্মদ মনির হোসাইন। আসন্ন রমজান উপলক্ষে জনদরদি এই সমাজসেবী মঙ্গলবার (১৪ মার্চ) তাঁর নিজ এলাকার গরিব, হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থসহায়তা প্রদান করেছেন।
এ উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে মনির হোসাইনের দক্ষিণ সুরমার লালাবাজারের ঝাজর গ্রামের নিজ বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোটেক মুহিত হোসেন।
সাংবাদিক রেজাউল হক ডালিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. কফিল আহমদ চৌধুরী, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, নাজিরবাজার দারুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা জাহিদ হাসান এবং দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ নেতা লায়েক আহমদ জিকু।
এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়ন্ত গোস্বামী, খেলাফত মজলিস নেতা শামীম আহমদ ও মাওলানা মকসুদ হাসান প্রমুখ।
এবারের রমজান উপলক্ষে নিজ এলাকার শতাধিক মানুষকে এ সহায়তা প্রদান করেছেন মনির হোসাইন।
উল্লেখ্য- গত করোনা পরিস্থিতিতেও বিশিষ্ট শিক্ষানুরাগী, বরেণ্য রাজনীতিবিদ, জাফরাবাদ হাইস্কুল এ্যান্ড কলেজ ডেভেলপমেন্ট ইউকে কমিটির সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী মনির হোসাইন নিজ এলাকাসহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের বিভিন্ন স্থানে গরিব এবং হতদরিদ্রদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন। এছাড়াও রমজান, ঈদ এবং প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ সময়ে মনির হোসাইন এভাবে দক্ষিণ সুরমা-৩ আসনের বিভিন্ন এলাকার গরিবদের মাঝে এমন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ উপহার বিতরণ করেন।
বিদেশের মাটিতে থেকেও শেকড়ের টানে, নিজ দেশের মাটি ও মানুষের ভালোবাসায় আবদ্ধ হয়ে এভাবেই একের পর এক সমাজসেবার অনুপম দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন মনির হোসাইন। আগামীতে আরও বড় পরিসরে এমন কর্মকাণ্ড পরিচালনার প্রত্যাশা ব্যক্তি করেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম