সঙ্গীতের চর্চা দীর্ঘদিনের হলেও এবারই প্রথম মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন নতুন প্রজন্মের শিল্পী অলক বৈষ্ণব । ইতোমধ্যে রেকর্ডিং ও গানটির ভিডিও নির্মাণের কাজও শেষ হয়েছে।
‘যদি যাই চলে ’ গানটি লিখেছেন ধ্রুব গৌতম । এর সঙ্গীত পরিচালনা এবং সঙ্গীতায়োজন করেছেন সুদীপ চক্রবর্তী । আধুনিক ধারার এই গানটির ভিডিও নির্মাণ করছেন নির্মাতা সোহেল আহমদ।
নিজের প্রথম গানের অনুভূতি জানিয়ে অলক বৈষ্ণব বলেন, এটি আমার প্রথম মৌলিক গান। আশা করছি গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে। বিরহের এই গানটির চিত্রনাট্য ও চিত্রায়ণের কাজও শেষ হয়েছে । সব ঠিকঠাক থাকলে আগামীকাল বৃহস্পতিবার( ১৬ মার্চ) স্টুডিও ফোক এন্ড রক ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে গানটি। আমার এই গানের সঙ্গীত পরিচালনা এবং সঙ্গীতায়োজন করেছেন সুদীপ চক্রবর্তী, মিউজিক ভিডিও পরিচালনা করছেন নির্মাতা সোহেল আহমদ । আর বেশী কিছু বলতে চাই না। গান প্রচার হবার পর এর ভালোমন্দ সব কিছুই বিচারের দায়ভার দর্শকদের উপর থাকবে।
গানটির ব্যাপারে নির্মাতা সোহেল আহমদ বলেন, গানটির টিউন এক কথায় অসাধারণ, লিরিকও বেশ। আর অলকদার গলায় গানটি খুব মানানসই লেগেছে বলেই এর চিত্রনাট্য ও পরিচালনায় হাত দিয়েছি। গান রিলিজের পর এর এফেক্ট বোঝা যাবে অডিয়েন্সে’র কাছ থেকে।
সিলেটের বেশ কিছু জায়গায় মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে । এতে মডেল হিসেবে আছেন রবিউল খান এবং ফারজানা।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত