সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফরিংউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটারদের দীর্ঘ লাইন। ইভিএম জটিলতায় ১ বুথের ভোট গ্রহন বন্ধ রয়েছে ।
সিলেট জেলার দুই উপজেলার ৮টি ইউনিয়নে (১৬ মার্চ) বৃহস্পতিবার ভোটগ্রহণ চলছে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটলে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোগ্রহণ চলবে।
সিলেটে নির্বাচন হওয়া ইউনিয়নগুলো হচ্ছে- সিলেট সদর উপজেলার খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ সদর, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন।
এদিকে, উচ্চ আদালতের নির্দেশে সিলেট সদরের খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে এ ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোটগ্রহণ হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট সদর উপজেলার ৩টি ইউনিয়নে মোট ১৩জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে খাদিমনগরে ২জন, খাদিমপাড়ায় ৮ ও টুকেরবাজারে ৩ জন।
সিলেটভিউ২৪ডটকম/ইআ-০৩