(প্রতীকি ছবি)

সিলেটে ভারত থেকে চুনাপাথর নিয়ে আসার আড়ালে মাদক ও অস্ত্র কারবারে এক নারী ও তার স্বামী জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। ভারত থেকে চুনাপাথর নিয়ে আসার পথে তাদের ৩টি ট্রাক তল্লাশি করে মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার (১৫ মার্চ) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্ত এলাকা থেকে এসব অবৈধ মালামাল জব্দ করা হয়। এসময় ৩টি ট্রাকের ৩ চালককে আটক করে পুলিশ। তবে মূল হোতারা পলাতক রয়েছেন। 


আটক ৩ জন হলেন- আখালি দাস, বিজয় মন্ডল ও সুনিল দাশ। তারা তিনজন ভারতীয় নাগরিক ও এই ৩টি ট্রাকের চালক।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় সাংবাদিকদের জানান, গতকাল ভোলাগঞ্জ স্থলবন্দর দিয়ে অর্ধশতাধিক ট্রাকে করে ভারত থেকে চুনাপাথর আসছিলো। এর মধ্যে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ গ্রামের মোছা. রহিমা বেগম (মমতাজ) ও তার স্বামী মো. রিয়াজ উদ্দিনের ব্যবসায়ীক প্রতিষ্ঠান মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ (এলসি নম্বর ০২১৮২২০১০ ও আমদানি সনদ নম্বর  আই.আর.সি-২৬০৩৯১১১০০৬২৬১৯)-এর ৩টি ট্রাক ছিলো।   গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি- রহিমা ও রিয়াজের ট্রাকগুলোতে অস্ত্র ও মাদকদ্রব্য আছে। আমরা বিকালে ট্রাকগুলো আটক করে তল্লাশি চালালে দুইটি রিভলবার, ১ শ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি গাঁজা পাই। তৎক্ষণাত আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করি এবং ৩টি ট্রাকের চলককে আটক করি। পরে মাদক ও অস্ত্র চোরাচালান আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলায় আটক চালকদের আসামি করে গ্রেফতার দেখানো হয়েছে। 

ওসি আরও বলেন- আমাদের পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে দায়ের করা মামলায় মোছা. রহিমা বেগম (মমতাজ)-কে প্রধান আসামি এবং তার স্বামী মো. রিয়াজ উদ্দিনকে দ্বিতীয় আসামি করা হয়েছে। এছাড়া মাদক ও চোরাচালান আইনে দায়ের করা পৃথক মামলায়ও মোছা. রহিমা বেগম (মমতাজ) ও তার স্বামী মো. রিয়াজ উদ্দিনকে আসামি করা হয়েছে। 

এ ঘটনায় জড়িত মূল অভিযুক্ত রহিমা বেগম ও রিয়াজ উদ্দিন পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।