জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার সকাল সাড়ে ৬টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিবসের কার্যক্রম।
এরপর সকাল সাড়ে ৬টা ৪৫ মিনিটে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূ্ইঁয়ার নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা, নার্সিং কর্মকর্তা এবং ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীরা।
সকাল সাড়ে ৯টায় হাসপাতালের শিশু ওয়ার্ড সুসজ্জিত করে ও কেক কাটা হয়। সকাল ১০টায় স্বেচ্ছায় রক্তদান উদ্বোধন ও সাড়ে ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল ৮টা থেকে বেলা পৌণে ১টা পর্যন্ত সীমিত আকারে বহির্বিভাগ খোলা রাখা হয় এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। জুমআ’র নামাজের পর হাসপাতাল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে ব্যানার, ফেস্টুন ও আলোকজসজ্জার মাধ্যমে হাসপাতাল সুসজ্জিত করা হয়।
জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্ত্তী, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) ডা. মাহবুবুল আলম, সিনিয়র স্টোর অফিসার ডা. জলিল কায়সার খোকন, সিনিয়র স্টোর অফিসার ডা. সোহেল আল রাফি, আবাসিক সার্জন (সার্জারি) ডা. মো. আদনান চৌধুরী, আবাসিক চিকিৎসক (মেডিসিন) ডা. আবু নঈম মোহাম্মদ, সেবা তত্ত্বাবধায়ক মোসাম্মৎ রিনা বেগম, উপ সেবা তত্ত্বাবধায়ক ভারতী রানী আচার্য্য, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি শামীমা নাছরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, হাসপাতালের প্রধান সহকারী মো. আবুল কাশেম, একাউন্ট অফিসার মো. শাহেদ আলী, ৩য় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবুল খয়ের, সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন, ৪র্থ শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল জব্বার প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৫