মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে বাবলু হোসেন (৪০) নামের এক যুবক মারা গেছেন। রবিবার (১৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ভাটেরা রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাবলু ভাটেরা ইউনিয়নের কলিমাবাদ গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে।
কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া সিলেটভিউকে জানান, রবিবার রাত ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনে কাটা পড়ে বাবলু হোসেন নামে ওই ব্যক্তি মারা যান। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
তিনি জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার সকালে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/এসআরএন/আরআই-কে