শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সংগঠন স্থাপত্য সংঘের দশম কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অনুষ্ঠিত হয়েছে।
এতে ভিপি (সহ সভাপতি) হিসেবে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের নাফিজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের মো. মামুনুর রহমান নির্বাচিত হয়েছেন।
সোমবার বিকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে বলে জানান সদ্য বিদায়ী কমিটির প্রচার সম্পাদক সাবা রাইদাহ ফারুকী।
নতুন কমিটির অন্যরা হলেন, সাংস্কৃতিক সম্পাদক (ভিজুয়াল) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের প্রত্যাশা পাল ও সহকারী সাধারণ সম্পাদক একই বর্ষের আদিবা নওশিন, সাংগঠনিক সম্পাদক ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের আবদুল্লাহ আল তায়্যিব, সহকারী কোষাধ্যক্ষ আবু বকর সিদ্দিক নিয়াজ ও সাংস্কৃতিক সম্পাদক (পারফর্মিং) মুমতাহিনা মুস্তফা, দপ্তর সম্পাদক ২০২০-২০২১ শিক্ষাবর্ষের সুবাইতা মারিয়া শৈলী, ক্রীড়া সম্পাদক ফারদিন মোস্তফা ফাহিম ও প্রচার সম্পাদক রোজানুন রাহিন।
এছাড়া জেষ্ঠ্য সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ফারাহ নাজ নুসরাত ও সৌমিক রায়। সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হন।২০২১-২০২২ শিক্ষাবর্ষের মো. লাফিফুজ্জামান নোমান ও মো. মারুফ সরকার সংঘে পদাধিকার বলে বিভাগীয় প্রধান সভাপতি হিসেবে এবং অন্য একজন শিক্ষক কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত থাকেন।
সিলেটভিউ২৪ডটকম/নোমান/এসডি-১০